Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
stories
Image
Attachments

সূখ শব্দটি আপেক্ষিক অর্থে ব্যবহৃত হয়। বর্তমানে মানুষগুলি একটু সুখে থাকার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।শান্তির বাতায়নটি তাদের কাছে বিভিন্নভাবে আসতে পারে্। নোয়াখালীি জেলার মানুষগুলো খুব সৌখিন ও পরিশ্রম প্রকৃতির। তারা সখের বসে হোক কিংবা জীবিকা উপার্জনের তাগিদে হোক প্রনিজ প্রোটিন উৎপাদনে তারা বদ্ধ পরিকর। জনগনের প্রতিদিনের খাবারের তালিকায় দিম, দুধ ও মাংসের যোগান দিতে তারা প্ররিশম করে যাচচ্ছ। এমনি এক ব্যাক্তি নিয়ে আজকের এই গল্প লিখা: হাজী নুর মোহাম্মদ, দীর্ঘ জীবন অতিবাহিত করলেন সৌদিতে, তাইতো বাকী জীবনটুকু একটু স্বস্তিতে কাটানোর জন্য বাংলাদেশে পরিবারের কাছে চলে এলেন। কিছুদিন অতিবাহিত হবার পর আর ভাল লাগেনা তার। সময় কাটানোর মাধ্যম খুঁজতে শুরূ করলেন। চলে এলেন প্রাণিসম্পদ অফিসে। দীর্ঘসময় আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিলেন দেশী মুরগির খামার গড়ে তুলবেন। যেই ভাবনা সেভাবে ক্ষুদ্র পরিসরে দেশী মুরগি পালন শুরু করলেন। বর্তমানে তিনি থেমে নেই।লোকাল মার্কেটে ডিম বিব্রি করেন, ডিম থেকে বাচ্ছা ফুটানোর জন্য ইনকিউবেটর কিনলেন। আজ তিনি থেমে নেই, ভালবাসার ছোঁয়ায় আজ তার খামার বড় হচ্ছে, সাথে যোগ হয়েছে উক্ত ব্যক্তির পরিশ্রম এবং সঠিকভাবে খামার পরিচালনার জন্য ভেটেরিনারি সার্জনের গুরুত্বপূর্ণ পরামর্শ........